বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

জলজ

অম্বুজ বাতাসে পানকৌড়ির মতো
হৃদয়, উড়ে যায় আঁশটে আকাশে।
জলের নীচে ঈশ্বর ছুড়ে মারেন,
অফুরান কষ্টের সসিক্ত মুক্তো
ভেসে ওঠে নীল জীবনের ঘ্রাণ।

এইসব বেঁচে থাকার বোধ
নষ্ট জীবনে বারবার আসে।
বুকের গভীর শীতল অতলে;
মৃত আবেগের তুচ্ছ বুদবুদ,
রক্তজবার মতো জাগে।

ডুবন্ত কথাগুলো টুপটাপ ঝরে,
শিশিরের সুর বেজে ওঠে রাতে
দূরত্বের অমাবস্যা গাঢ় হয়, আর,
শরীরে ঘন হয়ে আসে, অন্ধকার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন