সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮

চন্দ্রগ্রহণ

চন্দ্রগ্রহণ দেখবো বইলা উঠলাম ছাদে
মাথার ভিতরে গান হয়, বাইরে ওয়াজ।
কি নোংরা দাঁতাল শুয়োরের আওয়াজ।
আমরা ছিপিতে ছিপিতে মদ মাপি
আর চুমুক দিয়া খাই অক্লান্ত বিদ্রোহ
বাউলা মনের জ্যোৎস্নায় ভাসা দোতারা
অতীতে তোলে টংকার আর জানান দেয়
দ্রাবিড় রক্তের নিষিদ্ধ কোমল ক্রোধ।

মাটির গভীরে যে সুর তোমরা পুতবা
তার কবর থেকে উঠবে আদিম সোমরস।
তার গন্ধে মাতাল হয়ে যাবে সময়
আমাদের যতই টানবা আলোকিত অন্ধকারে
আমরা ডুবে যাবো বিষণ্ণ চাঁদের আলোয়।