অবশিষ্ট যুদ্ধে আহত হবার আশায় উঠে বসেছি, 
রাতের অন্ধকার জড়িয়ে একটু স্থির হবো স্মৃতির চিলেকোঠায়।
আমার কাঙ্গাল আঙ্গুলে লেগে থাকা বিষাদ ,
সুর হয়ে ছড়াবে বেসুর সব কষ্ট 
তুমি শুনবে? 
শুনলে তোমার জন্য ফেলে যাব একটা কারনেশনের বিকেল।
না শুনলে ,একটা ডানাভাঙ্গা একা শালিকের গল্প । 
গল্পটাই থাক বরং, 
কারনেশনের বিকেল থাক একলা হাটার রাস্তায় । 
শালিকটার গল্প একটা সরল অংক 
উত্তরটা মিলিয়ে দ্যাখো, 
শূন্যই হবে। 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন