তোমার জন্য গোলাপ কিনিনি,
দুঃখ পেয়ে গেলে?
কি করব বলো!
ফুলগুলো কাঁটা হয়ে আমায়
ফুলগুলো কাঁটা হয়ে আমায়
ঠকাচ্ছে, বহুদিন হোলো! 
অথচ নির্লিপ্ত গুনছে সহৃদয় দাম। 
ফুলের জন্য হাত পেতে দাড়াতেই
ফুলের জন্য হাত পেতে দাড়াতেই
মর্মন্তুদ কাঁটারা বিদ্ধ করেছে এ হাত।
কালসিটে পড়া বুকে আবদ্ধ চিৎকার
ক্রিতদাসের মতো নামিয়েছে মাথা।  
অতঃপর, আমি গোলাপ কিনিনা,  
গোলাপ কিনতে গেলেই মনে হয়,
এক গোলাপের টাকায় দুটো রুটি হয়।