প্রত্যাখ্যাত দিন আঙুল বুলায়
হারানো রাতের মায়াবী চুলে
আর পায়েসের গন্ধ মিশে থাকে
নিরামিষ সময়ের নীল কাটায়
এইসব দিনরাত শেষ হয়ে যাবে
একদিন বৃদ্ধ সময় এসে, জরাগ্রস্ত
কুচকানো হাতে, খুন করবে আমাদের।
সমস্ত ক্লান্তি নিয়ে আমরা মাটির
অনেক গভীরে শুয়ে থাকবো ঘুমে।
কত হাসি কত কান্না
সব কিছুর কবর হবে স্যাঁতসেঁতে।
ধূসর আকাশের কাক এসে
আবর্জনার মতো খুটে খাবে
আমাদের আশা আর ভালোবাসা।
তবু যতদিন বেঁচে থাকবো
বাঁচার মতো বেঁচে থাকার উল্লাসে,
উড়ুক্কু পায়রার মতো ধোয়াটে,
অমৃত সোমরসে ডুবে ডুবে উড়ে,
ডুবন্ত জীবনে খড়কুটোর মতো
তোমার সোনালী আঁচল ধরে,
জেনো বেঁচে ছিলাম সানন্দে।
হারানো রাতের মায়াবী চুলে
আর পায়েসের গন্ধ মিশে থাকে
নিরামিষ সময়ের নীল কাটায়
এইসব দিনরাত শেষ হয়ে যাবে
একদিন বৃদ্ধ সময় এসে, জরাগ্রস্ত
কুচকানো হাতে, খুন করবে আমাদের।
সমস্ত ক্লান্তি নিয়ে আমরা মাটির
অনেক গভীরে শুয়ে থাকবো ঘুমে।
কত হাসি কত কান্না
সব কিছুর কবর হবে স্যাঁতসেঁতে।
ধূসর আকাশের কাক এসে
আবর্জনার মতো খুটে খাবে
আমাদের আশা আর ভালোবাসা।
তবু যতদিন বেঁচে থাকবো
বাঁচার মতো বেঁচে থাকার উল্লাসে,
উড়ুক্কু পায়রার মতো ধোয়াটে,
অমৃত সোমরসে ডুবে ডুবে উড়ে,
ডুবন্ত জীবনে খড়কুটোর মতো
তোমার সোনালী আঁচল ধরে,
জেনো বেঁচে ছিলাম সানন্দে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন