থার্মোমিটারের পারদ উড়তে উড়তে
বিষাদের মহাশূন্য ছুয়ে এলো।
নীল নীলে জলের লেখা,
এ তপ্ত দুপুরে, প্রতিটা মানুষ একা।
হু হু বাতাস বুকের ভাঁজ ভাঙে,
ঢেউ তোলে, এলোমেলো চুলে,
নোংরা শরীর পুড়ে শুদ্ধ হয়।
খাণ্ডবদাহন নাচে খুলির ভেতরে।
আস্তে আস্তে সব ঘোলা।
তুমি, আমি, অতীত ও ভবিষ্যৎ,
মাঝে মাঝে, ক্লান্ত ব্যাথার ঝড়ে,
দু'চোখে কষ্টের অসুখপোঁকা পড়ে।
আধঘুম নীল রঙ নারকোলের পাতায়,
শৈশবের বিস্মৃত সুর কাপে মাতাল হাওয়ায়,
আড়ালে রাখা চোখ মাখে স্বপ্নের সাদাকালো।
এই মরার শহরে আমি ভালো নাই। তুমি ভালো?
বিষাদের মহাশূন্য ছুয়ে এলো।
নীল নীলে জলের লেখা,
এ তপ্ত দুপুরে, প্রতিটা মানুষ একা।
হু হু বাতাস বুকের ভাঁজ ভাঙে,
ঢেউ তোলে, এলোমেলো চুলে,
নোংরা শরীর পুড়ে শুদ্ধ হয়।
খাণ্ডবদাহন নাচে খুলির ভেতরে।
আস্তে আস্তে সব ঘোলা।
তুমি, আমি, অতীত ও ভবিষ্যৎ,
মাঝে মাঝে, ক্লান্ত ব্যাথার ঝড়ে,
দু'চোখে কষ্টের অসুখপোঁকা পড়ে।
আধঘুম নীল রঙ নারকোলের পাতায়,
শৈশবের বিস্মৃত সুর কাপে মাতাল হাওয়ায়,
আড়ালে রাখা চোখ মাখে স্বপ্নের সাদাকালো।
এই মরার শহরে আমি ভালো নাই। তুমি ভালো?